About Us | আমাদের কথা

বাংলাদেশের প্রথম প্রকাশনা ভিত্তিক ওয়েব সাইট গ্রন্থমেলা ডট কম (www.gronthamela.com) পাঠক-লেখক-প্রকাশকদের সেতুবন্ধন হিসেবে যাত্রা শুরু করে ২০০৩ সালে। এটি ডাটা হেড প্রাইভেট লিমিটেড এর অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে এবং অনুসন্ধানী পাঠক, আগ্রহী লেখক ও প্রকাশকদের আন্তরিক অনুপ্রেরণায় ষষ্ঠ বছরে পদার্পন করে। সাইটটিতে পাঠক-ক্রেতা, বাংলাদেশের সমস্ত প্রকাশনার বিষয়, লেখক, প্রকাশক, প্রকাশনা তারিখ ভিত্তিক সার্চিং সুবিধা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ই-কর্মাসের ফিচার যুক্ত রয়েছে। ই-কর্মাস কার্যক্রমের ফলে দেশের ভেতরে বা বাইরে থেকে যে কোন আগ্রহী পাঠক গ্রন্থমেলা ডট কম এর সাইটে গিয়ে বইয়ের তালিকা থেকে বই পছন্দ করে কেনার অর্ডার প্রদান করতে পারবেন।

এছাড়াও গ্রন্থমেলা ডট কম শিল্প-সাহিত্যের যাবতীয় নিত্য-নতুন সংবাদ নিয়মিতভাবে উপস্থাপন করছে। সেই সাথে সাক্ষাৎকার, গ্রন্থসমালোচনা, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, ছোটগল্প, উপন্যাস, ইতিহাস বিষয়ক লেখার ভিন্ন ভিন্ন পাতা খোলা হয়েছে; লেখক-পাঠকেরাও তাদের লেখা ও মন্তব্য প্রকাশ করতে পারেন এ ওয়েব সাইট।

গ্রন্থমেলা ডট কম এ কবি-সাহিত্যিক-লেখক এবং দেশের প্রতিটি প্রকাশনা প্রতিষ্ঠানের জন্য আলাদা পেজ-এর ব্যবস্থা রয়েছে। কবি-সাহিত্যিক-লেখকগণ অথবা প্রতিষ্ঠানসমূহ তাদের নিজস্ব ওয়েব সাইট হিসেবে গ্রন্থমেলা ডট কম এর দেয়া ডোমেইন ঠিকানা ব্যবহার করতে পারবে।

এ ছাড়াও সাইটটিতে রয়েছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সাহিত্য পুরস্কার প্রাপ্ত লেখক, বছর ও সাহিত্যকর্মের তালিকা এবং গুণীজনের সাক্ষাৎকার।

সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতাই আমাদের কাম্য।

সম্পাদনা পরিষদ
গ্রন্থমেলা ডট কম